Logo

সারাদেশ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎহীন পলাশ ও কালীগঞ্জ

Icon

নরসিংদী প্রতিনিধি ও পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎহীন পলাশ ও কালীগঞ্জ

ছবি : বাংলাদেশের খবর

  • নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে জাতীয় গ্রিডের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা দীর্ঘ সময় অন্ধকারে থাকে। প্রায় ছয় ঘণ্টা পর বিকল্প লাইন ব্যবহার করে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

    ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, ‘ভোর ৪টার দিকে জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।’

    এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধিত) অনুযায়ী, জাতীয় গ্রিড বা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় তদন্ত বাধ্যতামূলক। প্রাথমিক তদন্তে অবহেলা, রক্ষণাবেক্ষণের ঘাটতি বা প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রশাসন জানায়, জনগণের ভোগান্তি লাঘব ও নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ঘনিষ্ঠভাবে মনিটরিং করা হচ্ছে।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ক্ষয়ক্ষতি না হলেও জাতীয় সম্পদের ক্ষতি হয়েছে। তদন্তে গাফিলতি বা দায় প্রমাণিত হলে বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব।

    সুমন রায়/মো. বেলায়েত হোসেন/এআরএস

  • প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    অগ্নিকাণ্ড জনদুর্ভোগ

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর