Logo

সারাদেশ

কালিয়াকৈরে সহকর্মীর ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২

কালিয়াকৈরে সহকর্মীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকবর মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সহকর্মী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

পুলিশ জানায়, নিহত আকবর ও অভিযুক্ত লিমন (১৭) স্থানীয় একটি পোল্ট্রি দোকানে কাজ করতেন। সকালে দোকানের কাজে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাইয়ের ছুরি দিয়ে আকবরকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘দোকানের অভ্যন্তরীণ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

মো. দেলোয়ার হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর