সোনাগাজীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে অপহৃত অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চরসাহাভিকারি গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় বাসার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
জানা যায়, ২১ সেপ্টেম্বর সোনাগাজীর একটি মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩)কে অপহরণের অভিযোগ ওঠে একই মাদরাসার দশম শ্রেণির ছাত্র এরশাদ উল্লাহর (১৭) বিরুদ্ধে। চারদিন পর উপজেলার চরসাহাভিকারি থেকে ভিকটিমকে উদ্ধার করেন সোনাগাজী থানার এসআই আজগর হোসেন। এ সময় অপহরণকারী এরশাদ উল্লাহ, তাকে আশ্রয়দাতা মিজানুর রহমান ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ধৃত তিনজনই সোনাগাজীর বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এরশাদ উল্লাহ, তার মা ফুলরা বেগম, বাবা সুজা উদ্দিন এবং সহযোগী মিজানুর রহমান ও ইসমাইল হোসেনের নামে সোনাগাজী মডেল থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেছেন।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ফেনী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এরপর জবানবন্দী রেকর্ডের জন্য তাকে আদালতে পাঠানো হবে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস


