খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি দেখতে মন্দির পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘খাগড়াছড়ি সদর, মহালছড়ি এবং পানছড়ি উপজেলায় বিজিবির কঠোর নিরাপত্তা রয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ৩০টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে মন্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
তিনি সরেজমিনে মন্দির পরিদর্শন করে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বলেন, ‘এ বছরের শারদীয় দূর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ উৎসবে পরিণত হবে বলে আশা করছি।’
এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জহুরুল আলম, পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শেষে কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম মন্দির কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদানের চেক তুলে দেন।
ছোটন বিশ্বাস/এআরএস

