কালিয়াকৈরে উচ্ছেদের আগেই উত্তেজনা, বনের দালালের মোটরসাইকেলে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
-68d514d9f3e5b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দখলদারদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ক্ষিপ্ত দখলদাররা বন বিভাগের এক দালালের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্র ও বনবিভাগ জানায়, কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও দালালচক্রের সহযোগিতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। সম্প্রতি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বনবিভাগ উচ্ছেদ অভিযানে নামে।
চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের নেতৃত্বে চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ বনকর্মীরা বুধবার সকালে উচ্ছেদ অভিযানে গেলে লাল মিয়ার নেতৃত্বে দখলদাররা উত্তেজিত হয়। এক পর্যায়ে তারা বনবিভাগের দালাল নাজমুল হাসানের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
মোটরসাইকেলের মালিক নাজমুল হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ তারা আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমাকে মারধরের চেষ্টা করলেও আমি নিরাপদে ছিলাম। আমি বনবিভাগের দালাল নই।’
অভিযুক্ত দখলদার লাল মিয়া বলেন, ‘স্থানীয়রা গাছ কেটে অবৈধ স্থাপনা করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বনবিভাগ আমাদের স্থাপনা ভাঙতে আসে। এ কারণে উত্তেজনা সৃষ্টি হয়। তবে কোনো বন কর্মকর্তা আহত হননি।’
চন্দ্রা বন বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দখলদাররা উত্তেজিত হয়। পরিস্থিতি খারাপ হলে আমরা সরে যাই। সরকারি কাজে বাধা দেয়ার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মোটরসাইকেলের মালিক নাজমুল হাসান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেলোয়ার হোসেন/এআরএস