টঙ্গীবাড়ী প্রকৌশলী কার্যালয়ে সরকারি কর্মকর্তার প্রকাশ্যে ধূমপান

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭
-68d51b5a59b70.jpg)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে হিসাব রক্ষক শেখ মো. রিপন সরকারি অফিসের ভেতরে প্রকাশ্যে ধূমপান করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২১ মিনিটে নিজের কক্ষে বসে তাকে ধূমপান করতে দেখা যায়। সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ধুমপানের এ দৃশ্য। ধূমপানের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর তীব্র সমালোচনা হয়।
আইন অনুযায়ী সরকারি দপ্তরের ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ ও ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী এ ধরনের আচরণের জন্য জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, তাকে শোকজ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রহমান বলেন, ‘ঘটনার ভিডিও পাঠালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।