Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও খুলে ৩ কোটি টাকা আত্মসাৎ, আটক ৫

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও খুলে ৩ কোটি টাকা আত্মসাৎ, আটক ৫

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ সদরে মা ও শিশু কল্যাণ সংস্থা নামে একটি অনিবন্ধিত এনজিও পরিচালকের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অফিসে গিয়ে গ্রাহকরা এনজিওর ম্যানেজার, ক্যাশিয়ার ও ফিল্ড অফিসারসহ ৫ জনকে আটকে রাখেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

জানা যায়, এনজিও পরিচালকেরা গ্রাহকদের অতিরিক্ত মুনাফা ও টাকা ফেরতের আশ্বাস দিয়ে প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করেছিল। সম্প্রতি এনজিও পরিচালক মোকসেদুল ইসলাম পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেলে গ্রাহকরা অফিস ঘেরাও করেন।

আটককৃতরা হলেন—ম্যানেজার মোসা সালমা আক্তার, ক্যাশিয়ার সুমেরা খাতুন, ফিল্ড অফিসার মনোয়ারুল ইসলাম, ফিল্ড অফিসার হালিমা খাতুন ও ফিল্ড অফিসার নাফিসা খাতুন।

ভুক্তভোগী শরিফা বেগম বলেন, ‘মোক্ষেদুল ইসলাম টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা অফিসে গিয়ে অন্যদের আটক করি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া সব ভুক্তভোগীর নাম-ঠিকানা ও টাকার পরিমাণ সংগ্রহ করা হচ্ছে।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর