গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশের সতর্কতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
-68d5208cc800c.jpg)
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য ২৪ ঘণ্টা টহল দেবেন। এছাড়া র্যাব ও সেনাবাহিনীর টহলও থাকবে।
পুলিশ সুপার আরও বলেন, ‘দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। এটি সর্বজনীন উৎসব। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
এই বছর গোপালগঞ্জের ৫ উপজেলায় এক হাজার ২৮৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার সদর উপজেলায় ৩৫৩টি, কোটালীপাড়া ৩২১টি, মুকসুদপুর ২৯৫টি, কাশিয়ানী ২২৪টি এবং টুঙ্গিপাড়া ৯০টি মণ্ডপে পূজা হবে। সভায় পূজা কমিটির নেতারা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
অংকন তালুকদার/এআরএস