ভোট পুনর্গণনার পর কাইটাইল ইউপির চেয়ারম্যান পদে ফিরলেন বিএনপি নেতা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫
মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা আবু তাহের আজাদ। ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘ তিন বছর সাত মাস পর নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা আবু তাহের আজাদ।
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবু তাহের জয়ী হলেও তৎকালীন প্রশাসন তাকে পরাজিত ঘোষণা করেছিল।
এ বিষয়ে করা মামলা ও আপিলের পরে চলতি বছরের ৭ আগস্ট নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনাল ভোট পুনর্গণনার মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করেন। নতুন গণনা অনুযায়ী আবু তাহের ৮৩৮ ভোটে এগিয়ে ছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসক কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কাইটাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নিজাম তালুকদার/এআরএস


