Logo

সারাদেশ

ভাঙ্গায় সরকারি দপ্তরে হামলায় নির্দোষদের ভয়ের কিছু নেই : বিভাগীয় কমিশনার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

ভাঙ্গায় সরকারি দপ্তরে হামলায় নির্দোষদের ভয়ের কিছু নেই : বিভাগীয় কমিশনার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, সরকারি দপ্তরে হামলায় যারা জড়িত নন, তাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দোষদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি করা হবে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে একটি মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বলা হচ্ছে, নির্বিচারে মামলা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা ১৫ সেপ্টেম্বরের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভিডিও ফুটেজসহ সব তথ্য যাচাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমাদের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণ।

তিনি ১৫ সেপ্টেম্বর ভাঙ্গার কয়েকটি সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ টেনে বলেন, এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, এতে বাইরের লোকজন জড়িত ছিল। ভাঙ্গার মানুষ বরাবরই শান্তিপ্রিয়, তারা এমন ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভাঙ্গার গুরুত্ব বর্তমানে জাতীয় পর্যায়ে অনেক বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে ঢাকার সংযোগস্থল হওয়ায় ভাঙ্গা এখন একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হয়েছে। এখানকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভাঙ্গাকে অর্থনৈতিক জোনে রূপান্তর করা সম্ভব। কিন্তু একটি মহল চায় না ভাঙ্গা এগিয়ে যাক, তারা ষড়যন্ত্র করে এর ভাবমূর্তি নষ্ট করতে চায়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান প্রজন্ম খুব সচেতন ও আধুনিক। তারা উন্নত বিশ্বের সঙ্গে আমাদের সেবার মান তুলনা করে দেখে। তাই আরও আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবা দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়েরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় ১৫ সেপ্টেম্বরের ঘটনার বিস্তারিত বিবরণ বিভাগীয় কমিশনারের সামনে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর