Logo

সারাদেশ

বগুড়ায় কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ হাসপাতালে বদলি

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

বগুড়ায় কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ হাসপাতালে বদলি

বগুড়া আদালতের দায়িত্বে থাকা কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে বগুড়া পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে পুলিশ হাসপাতাল, বগুড়া সংযুক্ত (ওয়ার হেডকোয়ার্টার) দায়িত্বে থাকা শহিদুল ইসলামকে কোর্ট পুলিশ পরিদর্শক-(১), সদর কোর্ট, বগুড়ায় পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, কোর্ট ইন্সপেক্টরকে কেন পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, তা তদন্ত প্রতিবেদন হাতে এলে জানানো হবে।

এর আগে ২৩ সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণ থেকে জোড়া হত্যা মামলার এক আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর