Logo

সারাদেশ

ফরিদপুরে পানিতে ডুবে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬

ফরিদপুরে পানিতে ডুবে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সোয়াদ (৬) ও দ্বিতীয় শ্রেণির ছাত্র তৌসিফ (৭)। শিশুদের বাঁচাতে গিয়ে তাদের দাদি (৭০)ও নদীতে তলিয়ে যান। প্রথমদিকে কেউ বিষয়টি বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশু সোয়াদ ও দাদির মরদেহ উদ্ধার করে। তবে এ সময় আরেকজন নিখোঁজ ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • অপূর্ব অসীম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর