বগুড়ায় রেল স্টেশন এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭
ছবি : সংগৃহীত
বগুড়া রেল স্টেশন এলাকা থেকে দুলু সরকার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রেল স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলু বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং আজহার আলী সরকারের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ বর্তমানে রেলওয়ে স্টেশন ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- জুয়েল হাসান/এমআই


