বান্দরবানে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে পরীক্ষার্থী ২ শতাধিক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮
-(92)-68d634d3a5e07.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান যুব উন্নয়ন কেন্দ্রে বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাকের উপস্থিতিতে এই ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গজনবী খান, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম, বান্দরবান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর মেহেদী হাসান এবং প্রশিক্ষণার্থীরা।
আয়োজকরা জানান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় বান্দরবানে ২০২৫ সালের জানুয়ারি থেকে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই ৩টি ব্যাচে ১৫০ প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করেছে এবং বর্তমানে ৪র্থ ব্যাচে লিখিত পরীক্ষায় ২ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার শিক্ষিত যুবকরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং বেকারত্ব দূর করতে সক্ষম হবে। ইতিমধ্যেই যারা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তারা ঘরে বসে ই-লার্নিংয়ের মাধ্যমে আয় করছেন। তাই বেকারত্ব দূরীকরণের জন্য শিক্ষিত যুবদের ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
এদিকে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে পরিচালিত ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে বেসিক ইংলিশ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেইনিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন সকাল-বিকাল নাস্তা, দুপুরের খাবার, প্রশিক্ষণ উপকরণসহ প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র প্রদান করা হয় বলে জানান আয়োজকরা।
- সোহেল কান্তি নাথ/এমআই