মেহেরপুরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২
-(93)-68d63a7ee1d1c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ভৈরব নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে নবম শ্রেণির ছাত্র মাহিনুল ইসলাম (১৫)। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শুক্রবার ভোরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহিনুল ইসলাম সদর উপজেলার শুভরাজপুর গ্রামের সোহেল আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধুর সঙ্গে কুতুবপুর ভৈরব নদীতে গোসল করতে যায় মাহিনুল। সাঁতার না জানায় নদীর ধারে থাকা একটি গাছ ধরে গোসল করতে নামে সে। একপর্যায়ে গাছটি ভেঙে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারকে খবর দেয়।
এরপর স্থানীয় শতাধিক মানুষ নৌকা ও পায়ে হেঁটে রাতভর খোঁজাখুঁজি চালান। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নদীতে ভেসে ওঠা মরদেহ স্বজনেরা দেখতে পেয়ে উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
- আকতারুজ্জামান/এমআই