কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬
-(95)-68d63dd4e30c0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াতের উদ্যোগে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ভোট প্রবর্তন করতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, দৃশ্যমান বিচারের নিশ্চয়তা প্রদান এবং দেশবিরোধী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাইজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মো. মোখলেসুর রহমান, মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
- রফিক সরকার/এমআই