দাদি-ভাইয়ের পর নদীতে ভেসে উঠল শিশু সোয়াদের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় কুমার নদ থেকে শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় কুমার নদ থেকে শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই নদী থেকে তার দাদি মালেকা বেগম (৬০) ও চাচাতো ভাই তৌসিফের (৮) মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্থানীয় বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম এবং তার দুই নাতি তৌসিফ ও সোয়াদ। তৌসিফের বাবা জহিরুল ইসলাম তোতা মৃধা ও সোয়াদের বাবা শরিফউদ্দিন মৃধা। দুই শিশু যথাক্রমে ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সাইফুল ইসলাম চৌধুরী জানান, ফজরের নামাজের পর থেকেই গ্রামবাসী শিশুটিকে খুঁজছিলেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়ার স্থানের কাছেই বাঁশঝোপের পাশে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
অপূর্ব অসীম/এমবি