Logo

সারাদেশ

ছাগল বিক্রির টাকা নিয়ে বিরোধে বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০

ছাগল বিক্রির টাকা নিয়ে বিরোধে বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীয় ছাগল বিক্রির টাকা নিয়ে বিরোধে বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা। ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালীতে ছাগল বিক্রির টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে বৃদ্ধ বাবা শম্ভুচরণ বিশ্বাস (৮০) মারা গেছেন। বাবার মৃত্যুর খবর শুনে তার ছেলে বিজয় কুমার (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি শম্ভুচরণ বিশ্বাস ছাগল বিক্রি করে পাওয়া ৯ হাজার টাকা থেকে পূজার কেনাকাটা করেছেন ছেলে বিজয় কুমার। বৃহস্পতিবার বিকেলে আবারও বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় বিজয়ের স্ত্রী মিনতির সঙ্গে ঝগড়া বাঁধে। তিনি বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। তখন ঠেকাতে এগিয়ে যান বাবা শম্ভুচরণ। ছেলের আঘাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় এক পল্লিচিকিৎসক ডাকেও রাত ১১টার দিকে শম্ভুচরণ মারা যান।

এরপর শুক্রবার সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিজয় কুমারের মরদেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবার সঙ্গে ছেলের তর্ক হয়েছে। সম্ভবত এ কারণে বাবা স্ট্রোক করে মারা গেছেন। বাবার মৃত্যু সইতে না পেরে ছেলে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর