জুলাই সনদের আইনিভিত্তিসহ ৫ দাবিতে মদনে জামায়াতের বিক্ষোভ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮
জুলাই সনদের আইনিভিত্তিসহ ৫ দাবিতে নেত্রকোনার মদনে জামায়াতের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর
জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার মদনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ভাইস চেয়ারম্যান মাও. রুহুল আমীন ও উপজেলা আমির মাও. অলিউল ইসলাম।
সমাবেশ শেষে মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জামায়াতের পাঁচ দফা দাবি হলো :
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নিজাম তালুকদার/এমবি


