কচাকাটায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

ছবি : বাংলাদেশের খবর
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর দুই মিছিল কচাকাটা ফুটবল মাঠ ও কচাকাটা কলেজ থেকে বের হয়ে কচাকাটা বাজার প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা আমির মাওলানা মো. এনামুল হক, সেক্রেটারি আব্দুল বাতেন, বলদিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি আশরাফুল আলম মিয়া, কেদার ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কচাকাটা থানা সভাপতি হাফেজ মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হুদা আশরাফী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মমিনুল ইসলাম প্রমুখ।
উভয় দলের বক্তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। সমাবেশে দুই দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নূর-ই-আলম সিদ্দিক/এমবি