চট্টগ্রামে তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা আয়োজন করছে প্যান্টোমাইম মুভমেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

শিল্পকলা ও সৃজনশীল চর্চা কোনো বিলাসিতা নয়; বরং মানুষের মানসিক বিকাশ, কল্পনাশক্তি ও নান্দনিক গুণাবলী বিকাশের অপরিহার্য উপাদান। বিশ্বের উন্নত দেশগুলোতে এ শিক্ষা প্রাথমিক স্তর থেকেই বাধ্যতামূলক। বাংলাদেশও যদি বিশ্বমানের ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চায়, তবে শিল্পকলার শিক্ষা সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।
এই উদ্দেশ্যে প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে আগামী ১ থেকে ৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কর্মশালা।
প্রশিক্ষক হিসেবে থাকবেন—
-
সোলেমান মেহেদী, সভাপতি, প্যান্টোমাইম মুভমেন্ট; ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান; পরিচালক (যোগাযোগ), বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র।
-
শহিদুল মুরাদ, সভাপতি, দ্য মামার্স; প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান; প্রাক্তন শিক্ষার্থী, ন্যাশনাল মাইম ইনস্টিটিউট, ভারত।
যোগ প্রশিক্ষক : পলি চৌধুরী, প্রতিষ্ঠাতা, ইয়োগালার্ট, ঢাকা।
সহকারী প্রশিক্ষক : জয়নুল জয়।
কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক শান্তনু দাশ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সাজিদ হোসেন রনি ও বাবলু দাশ। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।
অংশগ্রহণকারীরা শুধু মূকাভিনয়ের মৌলিক কৌশলই শিখবেন না, বরং দলীয় প্রযোজনায়ও অংশগ্রহণের সুযোগ পাবেন। কর্মশালা শেষে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্যান্টোমাইম মুভমেন্ট দীর্ঘ তিন দশক ধরে বাংলাদেশে মূকাভিনয় চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আয়োজকদের আশা, এ কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি মূকাভিনয় শিল্পে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে।
ডিআর/এইচআর