Logo

সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রংপুরের দমদমা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে আসা একটি পিকআপকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। পিকআপে মোতালেব তার পরিবার নিয়ে ঢাকা থেকে রংপুর পীরগাছার নিজ বাসায় যাচ্ছিলেন। দমদমায় ইউটার্ন নেওয়ার সময় এ সংঘর্ষ ঘটে। এতে মোতালেবের স্ত্রী শাহীনা বেগম ও এক বছরের সন্তান ওয়ালিদ নিহত হন। একইসঙ্গে পিকআপের হেলপার আরিফও মারা যান।

পিকআপের চালক ও মোতালেব আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে আরও ৩ জন চিকিৎসাধীন।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আর আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বালুবাহী ট্রাকের চালক ও হেলপারকে আটক করার অভিযান চলছে।

সাহানুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর