Logo

সারাদেশ

ওএমএস ডিলারের গুদাম থেকে ৭৭ টন চাল জব্দ

Icon

তাছিন জামান, মাগুরা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮

ওএমএস ডিলারের গুদাম থেকে ৭৭ টন চাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের তিনটি গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের নির্দেশে গঠিত তদন্ত কমিটির উপস্থিতিতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান। এ সময় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনজুর রহমান ও উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনজুর রহমান জানান, গত জুলাই মাসে ওএমএস ডিলার হোসনিয়া কান্তা ঋতুর নামে ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি তা টিসিবি ডিলারদের কাছে সরবরাহ করেননি। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে চালগুলো বিনোদপুর বাজারের গুদামে সংরক্ষণ করা আছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ইউএনও’র নির্দেশে বৃহস্পতিবার রাতে চাল জব্দ করা হয়। পরবর্তীতে তা মহম্মদপুর ও বিনোদপুর সরকারি গুদামে রাখা হয়েছে। ওই ডিলারের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

এর আগে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, গত ১৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহানকে আহ্বায়ক এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনজুর রহমান ও উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইউএনও শাহীনুর আক্তার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গুদাম থেকে চাল জব্দ করা হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর