খাগড়াছড়িতে ২২ পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন। তিনি সরেজমিনে মন্ডপের প্রস্তুতি পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, এই বছর শারদীয় দূর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও সৌহার্দ্যময় উৎসবে পরিণত হবে।
পরিদর্শনের শেষে লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এআরএস

