নীলফামারী প্রেসক্লাবকে গণমুখী করতে লাইব্রেরী উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫
-68d74fb407df1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। যত বেশি বই পড়বেন, তত বেশি শিখতে পারবেন। তিনি আরও বলেন, বেশি বই পড়ার জন্য লাইব্রেরী বা পাঠাগারের বিকল্প নেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে ‘প্রেসক্লাব লাইব্রেরী’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়নার মতো। একজন সাংবাদিকের লেখনির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো দূর করা সম্ভব। নীলফামারী প্রেসক্লাবে লাইব্রেরী স্থাপনের ফলে সাংবাদিকসহ স্থানীয় পাঠকদের মেধা বিকাশে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।’ লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফলক উন্মোচন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস বিশ্বাস, আব্দুর রশিদ শাহ, অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ, দপ্তর সম্পাদক এম. আর. রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ, তৈয়ব আলী সরকার, নুরে আলম বাবু ও মুশফিকুর রহমান সৈকত।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, ‘নীলফামারী প্রেসক্লাবকে গণমুখী করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এই লাইব্রেরী উদ্বোধন করা হলো। শুধু সাংবাদিকরাই এখানে বই পড়তে পারবেন না, যে কেউ এখানে এসে হল রুমে বসে বই পড়তে পারবেন। ভবিষ্যতে এই লাইব্রেরীকে আরও বড় আকারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’
তৈয়ব আলী সরকার/এআরএস