Logo

সারাদেশ

বৈষম্য রোধে পিআর ছাড়া বিকল্প নেই : মাও মোরশেদুল আলম

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮

বৈষম্য রোধে পিআর ছাড়া বিকল্প নেই : মাও মোরশেদুল আলম

ছবি : বাংলাদেশের খবর

গণহত্যার বিচার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation-PR) পদ্ধতিতে আয়োজন নিশ্চিত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি লাকসাম পৌর এলাকায় সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বৈষম্য রোধ করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। ২৪-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজও ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল একতরফাভাবে নির্বাচনে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী শক্তির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন করা উচিত।’

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউসুফ ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আহমদ উল্লাহ খালিদ, লাকসাম পৌরসভার সভাপতি মুফতি ইমরান হোসাইন লাকসামী এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর