Logo

সারাদেশ

কচাকাটায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১

কচাকাটায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ইপিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পৃথক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিল দুটি কচাকাটা ফুটবল মাঠ এবং কচাকাটা কলেজ থেকে বের হয়ে কচাকাটা বাজার প্রদক্ষিণ করে। এরপর কচাকাটা বাসস্ট্যান্ডে সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখা আমীর মাওলানা মো. এনামুল হক, সেক্রেটারি আব্দুল বাতেন বিএসসি, বলদিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি আশরাফুল আলম মিয়া, কেদার ইউনিয়ন শাখা সভাপতি আতাউর রহমান।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কচাকাটা থানা সভাপতি হাফেজ মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হুদা আশরাফী এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উভয় দলের বক্তারা সমাবেশে দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা হোক, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হোক। তারা বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে উভয় দলের সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর