খাগড়াছড়িতে পূর্ণদিবস সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩
-68d77794a4b9e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে জুম্মা ছাত্র জনতার ডাকে খাগড়াছড়িতে মহাবেশের পর পূর্ণদিবস সড়ক অবরোধ পালিত হচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে পারেনি। এতে সাধারণ পথচারী ও পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন।
পর্যটক মো. আসিফ ইকবাল বলেন, পুজার লম্বা ছুটিতে সাজেক যাওয়ার জন্য আমরা খাগড়াছড়ি এসেছি। তবে এখানে এসে জানতে পারলাম সড়ক অবরোধ হয়েছে। পরিবার নিয়ে রাস্তায় বসে আছি। যদি প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের যানবাহন দিয়ে সাজেক পৌঁছে দেয়, আমাদের জন্য তা ভালো হবে।
পর্যটক সাদিয়া বলেন, আমরা বন্ধে সাজেক যাওয়ার জন্য এসেছি। এটি আমাদের পূর্ব পরিকল্পনা ছিল। কিন্তু খাগড়াছড়ি এসে শুনলাম সড়ক অবরোধ। বসে থাকতে থাকতে আমরা বিরক্ত বোধ করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে ভোগান্তি না হয়।
অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কোয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বিভিন্ন স্থানে পিকেটিং করে অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে এবং টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে। পরে পুলিশ সড়ক থেকে এসব অপসারণ করে।
তবে পৌর শহরের ভেতরে হালকা যানবাহন ইজি বাইক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃদা বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় শুক্রবার খাগড়াছড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সড়ক অবরোধ চলছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে আছি, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জুম্মা ছাত্র জনতা সড়ক অবরোধের ডাক দেয়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে থানায় মামলাও হয়েছে। কিশোরীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি এক বিবৃতিতে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
ছোটন বিশ্বাস/এমবি