ধামরাইয়ে তুচ্ছ বিবাদে ২ হোটেল শ্রমিকের মারামারি, একজনের অবস্থা আশঙ্কাজনক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫
-68d77a138bdbb.jpg)
ঢাকার ধামরাইয়ে দুই হোটেল শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি থেকে মারামারি ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে একজন মারাত্মক জখম হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় বাবু মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। জখমরা হলেন—সাতক্ষীরার বাসিন্দা নাজমুল ও ধামরাইয়ের বাসিন্দা মিজান। তারা দুজনেই বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি হোটেলের শ্রমিক।
হোটেল মালিকের ছেলে মো. জনি মিয়া জানান, ‘রাতে হোটেল বন্ধ করার পর ধোয়ামোছার কিছু কাজ থাকে। সেটি নিয়ে দুজনের মধ্যে তর্ক বাধলে মারামারি শুরু হয়। নাজমুলের পেটে, গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তাকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। আর মিজানকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ‘জখম একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, অপরজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বাকিটা তদন্ত সাপেক্ষে জানানো হবে।’
মনোয়ার হোসেন রুবেল/এআরএস