টঙ্গীবাড়ী উপজেলা চত্বরে যানজট, প্রশাসনের নীরবতায় ভোগান্তি

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪
-68d77c2567f8c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সদরের টঙ্গীবাড়ী চত্বরে প্রতিদিনের যানজট এখন তিন লাখ মানুষের জন্য প্রধান ভোগান্তিতে পরিণত হয়েছে।
সকাল আটটা থেকে শুরু হওয়া এই যানজট রাত ৯টা পর্যন্ত স্থায়ী থাকে। এতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, ঢাকাগামী যাত্রী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং অন্যান্য সেবামূলক কাজে আগত সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়রা জানান, যানজট নিরসনে কার্যকর বা দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় সমস্যা স্থায়ী আকার ধারণ করেছে। বাজার এলাকায় গাড়ি রাখার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি সরাসরি বাজার চত্বরে দাঁড়ানোই সংকটের মূল কারণ। অনেকে মনে করছেন, উপজেলা সদরের জন্য অন্তত তিনটি স্থায়ী গাড়ি স্ট্যান্ড থাকা জরুরি। এছাড়া বাজারে নিরাপত্তা বাড়াতে আনসার ও পুলিশ মোতায়েন করলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
এলাকাবাসীর প্রস্তাব অনুযায়ী, গোয়ালবাড়ী ব্রিজের পাশের খাস জমি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জমিতে আলাদা অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলা যেতে পারে। এছাড়া টঙ্গীবাড়ী মৌজার দাগ নং ৭১ ও ৭২ এর খাস জমিতে বাসস্ট্যান্ড স্থাপন করলে যানজট অনেকাংশে কমবে।
এদিকে শরিফ কোল্ড স্টোরেজ থেকে মাঝিবাড়ি জামে মসজিদ পর্যন্ত মারিয়ালয় খালে একটি সেতু এবং গ্রামীণ ব্যাংক থেকে রংমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বাইপাস সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। এগুলো চালু হলে বাজার এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
তবে স্থানীয়দের অভিযোগ, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রতিনিধিরা যানজট নিরসনে একমত হলেও ছয় মাস পেরিয়ে গেছে, এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি প্রশাসন। এই নীরবতা ও উদাসীনতা সমস্যাকে আরও জটিল করে তুলেছে।
একাধিক রাজনৈতিক নেতা জানিয়েছেন, বিগত সময়েও উপজেলা প্রশাসন যানজট বন্ধে কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। বর্তমানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে আছেন, তিনিও ছয় মাস আগে জোড়ালো মিটিং করেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে পারেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘টঙ্গীবাড়ী বাজারের যানজট মোকাবেলায় ট্রাফিক পুলিশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যায়, দ্রুত আমরা টঙ্গীবাড়ীর যানজট নিরসন করতে পারব।’
নাজমুল ইসলাম পিন্টু/এআরএস