Logo

সারাদেশ

বিশ্ব পর্যটন দিবস : কুয়াকাটায় টেকসই উন্নয়নে র‌্যালি ও আলোচনা সভা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

বিশ্ব পর্যটন দিবস : কুয়াকাটায় টেকসই উন্নয়নে র‌্যালি ও আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটায় ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত এলাকা হয়ে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে পুরো কুয়াকাটা শহর উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা জরুরি।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন। তারা জানান, সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুললে কুয়াকাটা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের পরিচিতি বাড়াতে সক্ষম হবে।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে গড়ে তুলতে প্রশাসন সকল সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবে।

জাকারিয়া জাহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর