Logo

সারাদেশ

নোবিপ্রবির ভিসির সঙ্গে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময়

Icon

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

নোবিপ্রবির ভিসির সঙ্গে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ঈসমাইল হোসনের সঙ্গে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বটতলী স্টেশনস্থ অভিজাত রেস্টুরেন্ট হালাল ডাইনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান, অর্থ সম্পাদক ব্যাংকার মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এহতেশামুল হক রাব্বি, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, অধ্যাপক আব্দুল খালেক, আব্দুস সত্তার, দেলোয়ার হোসেন রশিদী, সদস্য আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ, মোসাদ্দেক হোসেন, মো. ইউসুফ এবং ফরহাদ ইবনে হাসেম।

সভায় ড. ঈসমাইল হোসেন বলেন, ‘সংবাদ কর্মীরা দেশের বিবেক। তারা ন্যায্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে যেকোনো দুর্যোগের সময়ে জীবন বাজি রেখে কাজ করেন। ৩৬ জুলাই তা স্পষ্ট প্রমাণিত হয়, যখন দেশের ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল এবং ঢাকার অলিতে-গলিতে বোমা ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছিল। সেই সময় সংবাদ কর্মীরা মাঠে থেকে ঘটনার সঠিক তথ্য তুলে ধরেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের লোহাগাড়ার প্রতিটি জনপদে যেকোনো অসংগতি হলে তা সাংবাদিকদের মাধ্যমে উঠে আসুক। সংবাদ কর্মীদের যেকোনো বিপদ বা আপদে আমি সবসময় পাশে থাকব।’

আবুল কালাম আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর