Logo

সারাদেশ

পলাশে রেললাইনের নিচ থেকে পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

পলাশে রেললাইনের নিচ থেকে পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইনের নিচ থেকে পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের নাম আব্দুল গনি (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিঙ্গাপুরে প্রবাসী ছিলেন। ছুটি নিয়ে সম্প্রতি দেশে এসেছিলেন। চলতি মাসের ২৯ তারিখে তার পুনরায় সিঙ্গাপুর ফেরার কথা ছিল।

গনির ছোট ভাই মনির হোসেন জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গনির স্ত্রীর ফোন বন্ধ পেলে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। রাতেই ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

মনির হোসেন বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও হত্যার বিচার দাবি করছি।’

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথে রেললাইনের নিচে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারও হত্যার অভিযোগ এনে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বেলায়েত হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর