Logo

সারাদেশ

চকরিয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫

চকরিয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সেখানে তার মৃত্যু হয়।

নিহত গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর-হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) ব্যবসা করতেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর