Logo

সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব : সেলিমুজ্জামান

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব : সেলিমুজ্জামান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে কুমার নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বাংলাদেশের মানুষ জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনকে পরাজিত করেছে। সেই স্বপ্ন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশের নির্বাচনের বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে, যাতে খুনি শেখ হাসিনা ও তাদের দোসররা কোনোভাবে ষড়যন্ত্র করতে না পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ওহাব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল ও সমাজসেবী ইদ্রিস খান।

এদিন আড়পাড়া কুমার নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করতে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ নদীপাড়ে ভিড় করেন। এ অঞ্চলের মানুষের কাছে নৌকা বাইচ এখনো বড় উৎসব হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

পলাশ শিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর