ঝিনাইদহ সীমান্তে আড়াই কেজি স্বর্ণসহ ২ যুবক আটক
 
						ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮
-68d89404cf146.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আড়াই কেজির বেশি স্বর্ণ পাচারের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মহেশপুর সীমান্তের হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালায়। এ সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার সহযোগী রণজিৎ বিশ্বাসকে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল আলম জানান, অভিযানে চারটি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭১ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক স্বর্ণ সরকারি কোষাগারে জমা এবং আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এআরএস


 
			