Logo

সারাদেশ

মিঠাপুকুরে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২

মিঠাপুকুরে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে রিয়াজুল ইসলাম রুপম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছড়ান বন্দরের পাশে শিবপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রুপম রাজশাহী থেকে শুক্রবার নানার বাড়িতে আসেন। শনিবার দুপুরে তিন বন্ধুকে নিয়ে যমুনেশ্বরী নদীর শিবপুর ঘাটে ঘুরতে যান। সেখানে শখের বসে নদীতে গোসল করতে নেমে তিনি পানির স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুপম রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট এলাকার মিজানুর রহমান মুকুলের বড় ছেলে। শৈশব থেকেই মা প্রবাসে থাকায় তিনি ছোট ভাই আজমাই রবির সঙ্গে মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের নানা মুক্তিযোদ্ধা মজিবার রহমানের বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন।

রুপম রাজশাহীর বিনোদপুরে থাকতেন এবং ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন। তিনি স্থানীয় ক্রিকেট ক্লাবের শিক্ষানবিশ খেলোয়াড় ও জুলাইয়ের ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে পরিচিত ছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতেই নানার বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাখিবুল ইসলাম রাখিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর