Logo

সারাদেশ

শ্রীপুরে শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭

শ্রীপুরে শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে ডেকে নিয়ে গিয়ে ২৪ বছর বয়সী এক মডেলকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং এক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় গত বৃহস্পতিবার রাতে মামলা করেন।

মামলায় বলা হয়েছে, অভিযুক্ত নাছির (৩৫) নিজেকে নাট্য পরিচালক এবং বাবর (৩২) তার সহযোগী হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগী মডেলকে ঢাকার মিরপুর থেকে ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের রাশ রিসোর্টে নিয়ে যান। সেখানেই রাত ২টার দিকে তাকে একটি কক্ষে আটকে রেখে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরদিন বিকেলে তাকে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় এবং তার আইফোন ছিনিয়ে নেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাশ রিসোর্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলাম। রিসোর্টের বৈধ কাগজপত্র না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং মৌখিকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একইদিন শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে। পাশের কক্ষে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ নারী ও ১৬ পুরুষসহ মোট ১৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলাম বলেন, ‘রিসোর্টের বৈধ কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে মৌখিকভাবে রিসোর্টের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর