Logo

সারাদেশ

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে উদ্ভাবন ও দক্ষতা প্রতিযোগিতা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে উদ্ভাবন ও দক্ষতা প্রতিযোগিতা

ছবি : বাংলাদেশের খবর

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক পর্বের দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসেট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে এই প্রতিযোগিতা চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, ভাই ভাই টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. মাসুদুর রহমান, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভীন ও শফিকুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৫টি টেকনোলজি থেকে মোট ২০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের নম্বরের ভিত্তিতে বিজয়ী তিনটি গ্রুপকে সনদপত্র প্রদান করা হয়।

প্রথম স্থান অধিকার করে ‘ইন্ডাস্ট্রি ৪.০ মোটর কন্ট্রোল’ প্রকল্প, দ্বিতীয় স্থান অধিকার করে ‘মিনি প্যাকে সবজির গুঁড়ো উৎপাদন ও বিপণন’, এবং তৃতীয় স্থান অধিকার করে ‘কনডেন্সার তাপ ব্যবহার করে গরম জল তৈরি করুন’ শীর্ষক উদ্ভাবন।

সুমন রায়/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর