টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মাদক কারবারি তাহেরের বাড়িতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইসমাইল টেকনাফ সদরের দরগারছড়া এলাকার মৃত শেখ আহমদ এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২নং বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, ‘নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে টেকনাফ সমুদ্র উপকূলবর্তী নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। মাদক ও পাচারকারীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।’
পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে টেকনাফ ২ বিজিবি, টেকনাফ মডেল থানা এবং পুলিশের একাধিক দল দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে মো. ইসমাইলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াড (নারকোটিক্স) সহায়তায় তাহেরের বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা ইয়াবার স্থান চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক আসামি হলেন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার ইসলাম মিয়ার পুত্র মো. ইয়াসিন এবং দরগারছড়া এলাকার শেখ আহমদ এর পুত্র মো. তাহের।
বিজিবি আরও জানায়, এই সফল মাদকবিরোধী অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতির প্রতিফলন। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
ইব্রাহীম মাহমুদ/এআরএস

