Logo

সারাদেশ

ইলিশ আহরণে আসছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা

Icon

জে আই জুয়েল, বরিশাল

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১

ইলিশ আহরণে আসছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

চলতি মাসেই শেষ হচ্ছে রূপালী ইলিশের ভরা মৌসুম। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সরকারিভাবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই ২২ দিনে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানান, সরকারের নির্দেশনা শতভাগ পালনের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীসহ তালিকাভুক্ত জেলেদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

সাবেক বছরের মতো এবছরও ৭ অক্টোবর পুনির্মা শুরু হওয়ার কথা থাকলেও চারদিন পিছিয়ে ৪ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকাম ঘুরে দেখা গেছে, রূপালী ইলিশের মৌসুম শেষ হতে মাত্র তিন দিন বাকি থাকলেও মোকামগুলোতে ইলিশের আমদানী কম এবং দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। জেলে, ব্যবসায়ী ও ভোক্তারা জানিয়েছেন, নদীতে এবছর ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যায়নি।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ুর পরিবর্তন, পানি সংকট, ডুবোচর ও নাব্য সংকটের কারণে নদীতে সব মাছের উৎপাদন কমেছে। ফলে নদীর চাহিদা মেটাতে সাগর থেকে আহরণে বেশি নির্ভরশীল হতে হচ্ছে।

বরিশাল নগরীর পোর্ট রোডের আড়তদার নাসির উদ্দিন বলেন, শনিবার দেড়শ’ মনের মতো ইলিশ মোকামে উঠেছে, এর আগের দিন ছিল আড়াইশ’ মন। দামও বেড়ে গেছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১৭৫ টাকা, এলসি সাইজ (৭০০–৯০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকা, আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ টাকা প্রতি কেজি।

মৎস্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জাটকা ও মা ইলিশ রক্ষার চেষ্টা সত্ত্বেও ট্রলিং বোট, বিদেশি বোট এবং বাণিজ্যিক ট্রলার নিয়ন্ত্রণের অভাবে ইলিশ উৎপাদন কমছে। গত বছর প্রায় ৪০ হাজার মেট্রিক টন কমে গেছে এবং এবছরও উৎপাদন আরও কমতে পারে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর