Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সেনা-পুলিশ মোতায়েন

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সেনা-পুলিশ মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সদর ও খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা সদরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সকাল পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।


এছাড়া, গতরাতে সাজেকে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর