Logo

সারাদেশ

থমথমে খাগড়াছড়ি, সেনা-পুলিশ-বিজিবি মোতায়েন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭

থমথমে খাগড়াছড়ি, সেনা-পুলিশ-বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ছবি : বাংলাদেশের খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জান-মালের নিরাপত্তায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া জেলা সদরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শহরের দোকানপাটও বন্ধ রয়েছে। সকাল থেকে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত রাতেও সাজেকে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হয়েছে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর