Logo

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ৪

Icon

মুন্সীগঞ্জ প্রিতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ৪

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচজন আহত হন।

পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল (৪৩)কে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন—রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)।

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর