ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাগুরায় যুবক আটক
 
						মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭
-68d8c5026fe07.jpg) 
					মাগুরায় দেবিদূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দ্বীপ্ত কুরি (২৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে দ্বীপ্ত কুরি তার নিজ নামে থাকা ফেসবুক আইডি থেকে দেবিদূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত একটি ছবি পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্বীপ্ত কুরির শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে হেফাজতে নেয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, ‘দূর্গা পূজার প্রতিমার ছবি কেটে অসুরের মুখে দাড়ি ও মাথায় টুপি বসিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করেছে।’
শনিবার তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
তাছিন জামান/এআরএস


 
			