ছাগলনাইয়া সীমান্তে ১৬৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ১৬৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া সীমান্তে টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ১৬৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত হুইস্কি ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কাজ চলছে।
এমরান পাটোয়ারী/এআরএস

