Logo

সারাদেশ

শ্রীপুরে গভীর রাতে নারীদের জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯

শ্রীপুরে গভীর রাতে নারীদের জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ আক্তাপাড়া গ্রামে মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের হামলায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হোসেন শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

  • স্থানীয় সূত্রে জানা যায়, ১৫–২০ জনের ডাকাতদল কৌশলে বাড়ির টিনের গেট খুলে ভেতরে প্রবেশ করে। তারা হোসেন শিকদারের স্ত্রী রাশেদা (৫৫), নাতবউ মিতু (২৪) ও পাঁচ বছরের নাতি ইয়াসিন আরাফাতকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

  • ডাকাতির সময় বাড়িতে কেবল তিনজন নারী ও শিশু ছিলেন। হোসেন শিকদারের ছেলেরা আলাদা বাড়িতে থাকেন, আরেক নাতি বিদেশে।

    ভুক্তভোগী রাশেদা বলেন, ‘রাতে দরজায় শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে দেখি, দরজায় ছিদ্র করে তিনজন ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে মুখ বেঁধে গহনা খুলে নিতে বাধ্য করে। এরপর আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।’

    একই ঘটনার বর্ণনা দিয়ে নাতবউ মিতু বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে। মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমরা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার চাই।’

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা জুয়েল বলেন, ‘বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় ডাকাতরা সুযোগ নেয়। আমরা পুলিশকে খবর দিয়েছি।’

    শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘এখনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’

    আতাউর রহমান সোহেল/এআরএস

    প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    ডাকাতি

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর