Logo

সারাদেশ

লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮

লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী হেলাল মেম্বারের বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে থাকা মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) এবং শাহানু আক্তার (৩৫)। 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।’

  • বেলাল আহমদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি রোহিঙ্গা শরণার্থী গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর