গৌরনদীতে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে যুবক আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪
-(100)-68d905beeee18.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদীর আশোকাঠি কাঁচা বাজারে বিকাশ এজেন্ট ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা তখনই তাকে আটক করে গণধোলাই দেয়।
আটককৃত আরিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
ভুক্তভোগী জুয়েল সরদার জানান, আরিফ সকাল ১০টার দিকে তার দোকানে প্রবেশ করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলে। টাকা চাইলে সে ব্যাগ থেকে পিস্তল বের করে জোরপূর্বক টাকা দাবি করে। এ সময় ডাক-চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত পিস্তল আসল নাকি খেলনা, তা যাচাই-বাছাই চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
- এসএম মিজান/এমআই