কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩
---2025-09-28T160320-68d908074d484.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিএনজি চালক নয়ন মিয়া, মোফাজ্জল ও বাবুল ইসলাম। তারা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ময়মনসিংহ-ভৈরব সড়কের সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালীন সময়ের ময়মনসিংহের ধোবাউড়া থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিগন্যাল দিয়ে তল্লাশি চালায় কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় সিএনজি থেকে দুটি ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় ভারতে তৈরি এক লিটার ওজনের ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় সিএনজির চালক নয়ন মিয়াসহ মোফাজ্জল ও বাবুল ইসলামকে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।‘
- আব্দুর রউফ ভুঁইয়া/এমআই